শারমিন জাহান নামের অর্থ কি
তানিসা তাসনিমের অর্থ জানুনশারমিন জাহান নামের অর্থ কি এমন কিছু অনেকেরই অজানা। আমাদের এই অতি পরিচিত নাম গুলোর অর্থ জানার জন্য আমরা সবাই অনেক আগ্রহ প্রকাশ করি। কিন্তু বিশেষ সুবিধা না পাওয়ায় এই শারমিন জাহান নামের কি অর্থ দেয় সে সম্পর্কে জানতে পারি না।
আপনি যদি শারমিন জাহান নামের অর্থ খুঁজে থাকেন, তাহলে আপনার এই চাওয়াটা পূরণ হবে আমাদের এই আর্টিকেল পড়ার মাধ্যমে। শারমিন জাহান নামটা কেমন, এই নামের অর্থ কি ইত্যাদি সকল নিষয় গুলো নিয়ে আলোচিত হবে এই লেখাটিতে। তাহলে চলুন জেনে নেই, শারমিন জাহান নামের অর্থ কি।
পেজ সূচিপত্র: শারমিন জাহান নামের অর্থ কি
- শারমিন জাহান নামের অর্থ কি
- শারমিন জাহান নামের মেয়েরা কেমন হয়
- শারমিন জাহান কি ইসলামিক নাম
- শারমিন জাহান নামের ইসলামিক অর্থ কি
- শারমিন জাহান নামের সাথে মিল আছে এমন আরো নাম
- শারমিন জাহান নামটি কি ছেলেদের রাখা যায়
- শারমিন নামের বিখ্যাত কিছু ব্যাক্তি
- শারমিন জাহান এর সাথে মিলে এমন ছেলেদের নাম
- শারমিন জাহান নামের ইংরেজি সঠিক বানান
- লেখকের শেষ মন্তব্য
শারমিন জাহান নামের অর্থ কি
শারমিন জাহান নামের অর্থ কি এমন বিষয় গুলো অনেকেই খঁজে থাকেন। কারণ কেউ নিজের সন্তানের বা অন্য কারও নাম রাখার জন্য অর্থের দিকটা একটু বেশি খেয়াল করেন। খেয়ালই বা করবেন না কেন? একটা মানুষের নামই হলো তার পরিচয়। যা তাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সঙ্গে নিয়ে চলা ফেরা করতে হয়। একটা সুন্দর নাম একজন মানুষের জন্য অনেক উপকারী। এটা তার মানসিক দিক গুলো কে অনেক স্ট্রং করে। অপর দিকে আপনি যদি আপনার সন্তানের জন্য এমন একটা নাম সিলেক্ট করেন, যেটা অর্থ ভালো নয়। কিংবা এমন নাম সিলেক্ট করে থাকেন যেই নামে পূর্বে একজন লোক ছিল, যে খারাপ কাজ করতো।
এমন নাম গুলো কিন্তু আপনার সন্তানের উপর মানসিক প্রভাব ফেলবে। কারণ এই নামে পরবর্তীতে দেখা যায় তার সহপাঠীরা কিংবা তার বন্ধুরা মজা করে।এরই কারণে তার মানসিক ভাবে সে অনেক ভেঙে পরে। অপর দিকে আপনি যদি আপনার সন্তানের জন্য ভালো একটি নাম রাখেন, যেমন এমন একটি নাম যেই নামে আগে একজন মহৎ মানুষ ছিলো, যিনি বিশ্ব বিখ্যাত। তাহলে পরবর্তীতে আপনার সন্তানও তার দিকে উৎসাহ পাবে৷ তার মানসিক দিক গড়ে পজিটিভ জিনিস নিয়ে এবং তারও জীবনে উন্নতি করার সম্ভাবনা রয়েছে।
শারমিন জাহান নামটি হলো দুটি পার্টে বিভক্ত। মূলত শারমিনই হলো এখানে আসল বা মেইন নাম। আর জাহান এখানে উপনাম হিসেবে ব্যবহার হয়েছে। শারমিন নামের অর্থ যদি আপনি করেন, তাহলে এর অর্থ পাবেন লাজুক, নম্র, ভদ্র।
আরো পড়ুন: মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ
আবার জাহান নামের বাংলা অর্থ হলো বিশ্ব, দুনিয়া, জগৎ। তাই আমি যদি শারমিন জাহান দুটি শব্দের বাংলা এক সাথে করি তাহলে আসবে লাজুক বিশ্ব।
শারমিন জাহানের ক্ষেত্রে যেহুতো শারমিন নামটিই হলো প্রদান তাই শারমিন নামের অর্থ কেই আমরা প্রদান্য দিবো। শারমিন অর্থ হলো নম্র, ভদ্র, লাজুক ইত্যাদি। এছাড়াও আপনি যদি জাহান নামের অর্থ অনুবাদ করতে চান, তাহলে নিতে পারবেন।
শারমিন জাহান নামের মেয়েরা কেমন হয়
আমরা অনেকেই বেশি আগ্রহ দেখাই নাম শুনেই একটা মেয়ে কেমন হয় সে বিষয়ে জানতে। শারমিন জাহান নামের মেয়েরাও কেমন হয় সেই বিষয়ে জানবো। শারমিন নামের মেয়েরা সাধারণত প্রচুর বুদ্ধিমতি হয়। তারা পড়া লেখায় অনেক আগ্রহী হয়ে থাকে। অতিরিক্ত বুদ্ধি মত্তা হওয়ার সত্ত্বেও এদের মধ্যে কোনো ক্রিয়েটিভি বা সৃজনশীলতা থাকে না। অতিরিক্ত চালাক হওয়ার কারণে এরা অনেক স্বার্থপর হয়ে থাকে। যে কারণে মানুষ জন এদের কে বিশ্বাস করে না। তবে সকল মেয়ে গুলোই যে এই রকম, এটা ভাবা ঠিক নয়।
শারমিন জাহান নামের মেয়েরা স্বল্প ভাষী হয়। তাদের কথা বার্তার সময় সীমা খুবই অল্প সময়ের হয়। অপ্রয়োজনীয় কথা বার্তা এদের মুখে শোনাই যায় না। বেশির ভাগ ক্ষেত্রে এই মেয়েদের দেখা যায়, এরা ঘর কুনো স্বভাবের হয়। সারা ক্ষণ ঘরেই বসে থাকে। বিশেষ প্রয়োজনীয় কাজ সম্পাদন করার জন্য এরা হয়তো বাড়ির বাইরে বের হয় তবে সাধারণত বের হয় না।
ধর্মীয় ব্যাপার গুলোতে এই নামের মেয়েরা বেশ যত্নশীল হয়। ধর্মীয় কাজ গুলো খুব নিঁখুত ভাবে পালন করে থাকে। প্রেমিকা কিংবা স্ত্রী হিসেবে বেশ ভালো হয়। কারণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এরা খুবই যত্ন শীল হয়। নিজের সংসার কে অনেক বেশি ভালোবাসে। সংসার কে টিকিয়ে রাখার জন্য এই নামের মেয়েরা অনেক কষ্ট করে থাকে। নিজের শত দুংখ গুলো এরা লুকিয়ে রাখে, কাউ কে জানতে দেয় না। সংসারের সমস্যা গুলো একাই দেখে সমাধান করার চেষ্টা করে থাকে।
ভালোবাসার ব্যাপারে এরা খুবই নিঁখুত হয়। বড়দের সম্মান ও শ্রদ্ধা করে চলা ফেরা করে। সাধারণত বাবা- মায়ের কথা কখনো অমান্য করে না। সদা সর্বদা নিজ বাবা - মায়ের কথা মেনে চলে।
আরো পড়ুন: তানিয়া নামের অর্থ জানুন
ছোটদের প্রতিও এরা বেশ যত্ন শীল হয়। ছোটদের কে স্নেহ করে এবং ভালোবাসে। প্রকৃত পক্ষে শারমিন জাহান নামের মেয়েরা অনেক ভালো হয়। তাদের নামটা যেমন অদ্ভুত ভাবে সুন্দর হয়, তেমন তাদের স্বভাব চরিত্র গুলোও অনেক সুন্দর হয়।
শারমিন জাহান কি ইসলামিক নাম
শারমিন জাহান নামের অর্থ কি বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। অনেকেই জানতে চান, শারমিন জাহান কি কোনো ইসলামিক নাম নাকি। হ্যাঁ, শারমিন জাহান নামটি হলো একটি সুন্দর ইসলামি নাম। এই নামটি অনেক মুসলিম দেশে মেয়েদের নাম রাখা হয়। তাই আপনার মনে যদি কোনো খটকা থাকে নামটি ইসলামিক কিনা, তাহলে আপনি নিশ্চিত হয়ে থাকেন এই নামটি একটি ইসলামিক নাম।
আরব দেশ গুলো এবং বিশ্বের আরো যে সকল মুসলিম দেশ রয়েছে, সেই দেশে এই নামটি খুবই প্রশংসনীয়। তাছাড়া এই নামটির অনেক সুন্দর একটি অর্থও রয়েছে। মহানবি হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদের জন্য সুন্দর ইসলানিক নাম রাখার জন্য। তাই শারমিন জাহান যেহুতো একটি ইসলামিক নাম এবং এটির সুন্দর একটি অর্থ রয়েছে, তাই আপনি চাইলে আপনার সন্তান কিংবা অন্যান্য ছেলে মেয়ের নাম শারমিন জাহান রাখতে পারেন।
শারমিন জাহান নামের ইসলামিক অর্থ কি
শারমিন জাহান নামটি যে একটি ইসলামিক নাম তা ইতিমধ্যে অবহিত হয়েছেন। এই নামটি যেমন সবার পছন্দের এবং আর্কষণের, ঠিক তেমনি আপনারও পছন্দের এবং আর্কষণেরই হবে স্বাভাবিক ভাবে৷ শারমিন জাহান নামটি আপনি আপনার আশে পাশে হয়তো অনেক শুনেছেন। কে জানে হয়তো, আপনার বাড়িতেই শারমিন জাহান নামের কোনো মেয়ে হয়তো আছে।
শারমিন জাহান একটি ইসলামিক নাম এবং খুবই সুন্দর এবং আর্কষণীয় একটি নাম। এই নামে আলাদা একটা মধুর্য রয়েছে৷ শারমিন নামটি হলো একটি আরবি শব্দ। এই আরবি শব্দ শারমিন এর অর্থ হলো লাজুক আা বিনয়ী। এবং জাহান শব্দটিও হলো একটি আরবি শব্দ যার অর্থ হলো পৃথিবী ইত্যাদি৷
শারমিন জাহান নামের সাথে মিল আছে এমন আরো নাম
শারমিন জাহান নামটি খুবই জনপ্রিয় একটি নাম। কিন্তু এই নামই যদি সবার রেখে দেন, তখন বেশ ঝামেলায় পড়তে হবে। তাই এই নামের সাথে যায় এমন আরো কিছু নামের তালিকা দেওয়া হলো যেগুলো ব্যবহার করে আপনি আপনার সন্তানের নাম পছন্দ মতো রাখতে পারবেন।
- শারমিন সুলতানা
- শারমিন সুলতানা নাদিয়া
- সুলতানা শারমিন
- শারমিন আক্তার
- তানিয়া শারমিন
- সওফা শারমিন
- শারমিন মিম
- শারমিন আক্তার শিলা
- শারমিন তাসলিম
- শারমিন শাহরিয়া
- তামান্না শারমিন
- শারমিন রিমা
- শারমিন আক্তার রিমা
- শারমিন আক্তার রিয়া
- শারমিন আক্তার মৌ
- শারমিন খান
- শারমিন চৌধুরী
- শারমিন তালুকদার
এই রকম আরো হাজার হাজার নাম আপনি চাইলে আপনার সন্তানের জন্য রাখতে পারেন। আরো কিছু নাম উল্লেখ করে দেওয়া হলো যে সকল নামের প্রথম অক্ষর শ কিংবা স দিয়ে শুরু হয়।
- সানজিদা
- সান্তা
- সুমি
- সাজেদা
- শারমিলা
- শারিন
- শিরিন
- সাকিরা
- সাকিনা
- শবুরা
- সায়লা
- শিফা
- শাফা
- শরীফা খাতুন
- শামীমা আফরোজ
- শিরিন আক্তার
- শারমীলা তাহরিন
- শাহানা অনিকা
- শবনম
- শামা
- শামসুন নাহার
- শাকীলা হাসনা
- শামলা
- শামীমা
- শুজাইয়া
- শাহিরা
- শাবানা
- শাজিদা
- শাহলা
- শারিকা
এই সকল নাম গুলো থেকে পছন্দ অনুযায়ী আপনি একটি বাম কে সিলেক্ট করতে পারেন। আর সেই নামটি আপনার সন্তানের জন্য রেখে দিতে পারেন।
শারমিন জাহান নামটি কি ছেলেদের রাখা যায়
শারমিন জাহান কোনো ছেলেদের নাম যে না, তা আপনি নামটি শুনেই বা পড়েই বুঝতে পারছেন। এটি মেয়েদের জন্য একটি সুন্দর নাম, যা শুধু মেয়েদের ক্ষেত্রেই মানায়। তাই আপনি যদি কোনো ছেলে হয়ে থাকেন এবং আপনার জন্য উক্ত নামটি কোনো ভাবে পছন্দ করে থাকেন, তাহলে এটি করবেন না কখনোই।
আরো পড়ুন: ছেলেদের ইসলামিক নাম দেখুন
অন্যথায়, আপনি যদি এই নামটি আপনার মেয়ে বাচ্চাদের জন্য সিলেক্ট করে থাকেন, তাহলে ঠিক আছে। তবে ছেলে বাচ্চার ক্ষেত্রে নাম রাখবেন না।
মেয়েদের নাম যদি ছেলেদের ক্ষেত্রে রাখা হয়, তাহলে কেমন একটা মেয়েলী ভাব চলে আসে ছেলেদের মাঝে। তাই যথা সম্ভব চেষ্টা করবেন, আপনার ছেলের জন্য সুন্দর একটা ছেলেদের নাম সিলেক্ট করে সেটি রাখবেন।
শারমিন নামের বিখ্যাত কিছু ব্যাক্তি
অনেকেই চান তাদের ছেলে মেয়ের নাম রাখবেন একজন বিখ্যাত মানুষের বাম অনুযায়ী। অবশ্যই এই মানুষ গুলোর বেঁচে কর্ম গুলো যেন সৎ হয়। এক্ষেত্রে নামের সাথে কিছু আচরণ প্রকাশ পায়।যদিও সর্ব ক্ষেত্রে এটি একদমই সত্যি নয়। তার পরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, বিখ্যাত কোনো নাম থাকলে সেই নামের বিখ্যাত ব্যক্তিটি কে নিজের মধ্যে কল্পনা করতে ভালবাসে। তাই এই সকল নাম গুলো অনেক সময় পজিটিভ বার্তা গুলো বহন করে থাকে। নিচে শারমিন জাহানের সাথে সম্পর্ক যুক্ত এমন কিছু বিখ্যাত নারী ব্যক্তির কথা তুলে ধরা হলো।
- শারমিন সুলতানা সুমি, তিনি হলেন বাংলাদেশের বিখ্যাত এক জন সংগীত শিল্পী।
- শারমিন আক্তার সুপ্ত, ইনি হলেন বাংলাদেশের একজন নারী খেলোয়াড়।
- ড. শিরীন শারমিন চৌধুরী, তিনি হলেন আমাদের দেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পীকার।
- শায়লা শারমিন, ইনি হলেন একজন নারী ক্রিকেটর।
- শারমিন সুলতানা শিরিন, ইনি হলেন একজন দাবা খেলোয়াড়।
- নাদিয়া শারমিন, আন্তর্জাতিক পদক প্রাপ্ত একজন সাহসী সাংবাদিক।
শারমিন জাহান এর সাথে মিলে এমন ছেলেদের নাম
শারমিন জাহান নামের অর্থ কি বিষয়টি সম্পর্কে জেনেছেন। অনেকেই আছেন যাদের নাম শারমিন জাহান আর তাই নিজের ছেলে সন্তানের নাম নিজের নামের সাথে মিলিয়ে রাখতে চান। সে জন্যই আপনাদের কে এমন কিছু ছেলের নাম বলে দিবো যে গুলো শারনিন জাহান নামের সাথে মিল রয়েছে।
- শাফায়াত
- শামসুল হক
- শামসুদ্দিন
- শাফকাত
- শাফেয়ী
- শাকের
- শান
- শাহেদ
- শায়েক
- শামসুল ইসলাম
- শরীফুদ্দিন
- শরীফুল হাসান
- শিহাব
- শাহাবুদ্দিন
- শাদমান শাকীর
- শফিকুল ইসলাম
- শফিক
- শহিদ
- শাকিল আনসার
- শাকিল মাহবুব
- শাহাদাত
- শিবলী
- শুজা
- শুজাআত
- শরাফ
- শরীয়ত
- শুয়াইব
- শুবা
শারমিন জাহান নামের ইংরেজি সঠিক বানান
শারমিন জাহান নামের ইংরেজি সঠিক বানান হলো Sharmin Jahan. আপনি চাইলে এই ভাবে শারমিন জাহান বানানটি লিখতে পারেন, ইংরেজিতে।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেলটি লেখা হয়েছে শারমিন জাহান নামের অর্থ কি। আশা রাখবো আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন। বিষয়টি সম্পর্কে আপনার মতামত জানিয়ে যাবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। ধন্যবাদ। 32353
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url