সাথী নামের অর্থ কি - সাথী নামের মেয়েরা কেমন হয়
মেয়েদের ইসলামিক নাম অর্থসহসাথী নামের অর্থ কি - সাথী নামের মেয়েরা কেমন হয় বিষয়টি অনেকেই জানতে চান। আর তাই তো বিভিন্ন জায়গায় এই বিষয়টি নিয়ে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু এই লেখাটিতে সাথী নামটির সকল কিছু বিশ্লেষণ করে আপনাকে জানিয়ে দেবো। তাই ধৈর্য সহকারে লেখাটি পড়তে থাকুন।

পেজ সূচিপত্র: সাথী নামের অর্থ কি - সাথী নামের মেয়েরা কেমন হয়
- সাথী নামের অর্থ কি
- সাথী নামের মেয়েরা কেমন হয়
- সাথী নামের বিখ্যাত ব্যক্তি
- সাথী নামের ইসলামিক অর্থ কি
- সাথী কোন লিঙ্গের নাম
- সাথী নামের সাথে মিল আছে এমন কিছু নাম
- সাথী নামের আরবি অর্থ কি
- সাথী নামের ইংরেজি সঠিক বানান
- সাথী নামের সাথে মিল কিছু ছেলেদের নাম
- সাথী নামের বৈশিষ্ট্য
- লেখকের শেষ মন্তব্য
সাথী নামের অর্থ কি - সাথী নামের মেয়েরা কেমন হয়
সাথী নামের অর্থ কি - সাথী নামের মেয়েরা কেমন হয় এমন বিষয়টিই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। সাথী নামটি খুবই কমন একটি নাম। আমাদের আশে পাশে এমন অনেক মেয়ে রয়েছে যাদের নাম হলো সাথী। সাথী নামটি বেশ জনপ্রিয় একটি নাম। আর তাই অনেক পরিবারই তাদের বাড়ির মেয়ের নাম রাখেন সাথী। সাথী বেশ চমৎকার একটি নাম। সাথী নামটি নিঃসন্দেহে একটি লাস্য ময়ী নাম। দেশের অনেক অভিজাত্য ও রক্ষণশীল পরিবার এর মেয়েদের নাম রাখা হয় সাথী। সাথী নামটির মাধ্যমে উচ্চ শ্রেণির আভিজাত্য ও আধুনিকতা প্রকাশ পায়।
আপনারা অনেকেই জানতে চান, এই লাস্য ময়ী নামটি সম্পর্কে। সাথী নামটি কোনো ইসলামিক নাম কি না, এটির আরবি অর্থ কি ইত্যাদি এমন অনেক বিষয় আপনারা জানতে চান। সাথী নামের মেয়েরা কেমন হয়ে থাকে, এই সকল বিষয় আপনারা জানতে অধিক আগ্রহ প্রকাশ করে থাকেন। আমাদের প্রিয় নবী রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের নাম রাখার ক্ষেত্রে বলেছেন , তোমাদের সন্তানদের জন্য একটি ইসলামিক নাম এবং নামটি যেন সুন্দর অর্থ দেয় এমন করে নাম রাখবে। আর তাই আমাদের সন্তানের নাম যেন এমন হয়, যে তা শুনলেই যেখানে আমাদের ধর্মীয় একটি ভাব প্রকাশ পাবে। এমন নাম যেন আমরা কখনোই না রাখি যে খানে অধর্মীয় ভাব গুলো বেশি প্রকাশ পায়।
আপনার সন্তানের নাম, আপনার সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই নামটি সারা জীবনের জন্য আপনার সন্তানের পরিচয় বহন করে থাকবে। তাই এমন কোনো নাম রাখা আপনার যাবে না, যেই নাম রাখলে আপনার সন্তান তা অন্য দের বলতে ইতস্তত বোধ করবে। তাই আপনার সন্তানের নাম রাখার আগে অনেক ভেবে চিন্তে তার পর একটি সুন্দর নাম ঠিক করবেন। তাহলে তা আপনার সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
একটি নাম আপনার সন্তানের উপর মারাত্মক প্রভাব ফেলে থাকে। এই প্রভাবটি কেমন হবে, ইতি বাচক নাকি নেতি বাচক তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে৷ তাই আপনি এমন কোনো নাম ঠিক করবেন না, যেই নাম রাখলে আপনার সন্তানের উপর নেতি বাচক প্রভাব গুলল পৃথক হয়ে উঠবে।আপনার সন্তান এর নাম রাখার অনেক চিন্তা ভাবনা করে নিবেন। অনেক খুঁজে বেশ ভালো দেখে একটি নাম তৈরি করবেন। যেন নামটি খুবই সুন্দর একটি অর্থ দেয়, নামটি যেন আধুনিক হয়, এবং অবশ্যই নামটি যেন একটি ইসলামিক নাম হয়ে থাকে।
আপনার সন্তানের নাম যদি এক জন মহৎ ব্যক্তি অনুযায়ী রাখেন, তবে তার একটা প্রভাব ও আপনার সন্তানের উপর পড়বে। তাই আপনি যদি অনেক ভেবে চিন্তে এমন এক জন লোকের নাম ঠিক করেন, যেই মহান লোক টি আগে অনেক সৎ কর্ম করে গিয়েছে, এবং সেই সকল কর্ম কান্ডের জন্য পৃথিবীর লোক জন আজও তাকে মনে রাখে, তবে সেই ব্যক্তির ইতি বাচক প্রভাব গুলো আপনার সন্তানের উপরও পড়বে। এক্ষেত্রে আপনার সন্তানের মানসিক দিকটি খুবই শক্ত হয়ে গড়ে উঠবে। তার চিন্তা ভাবনা গুলো তখন খুবই সুন্দর হবে।
আপনার সন্তানের নাম এক জন বিখ্যাত ব্যক্তি নাম অনুযায়ী যদি রাখেন তাহলে তো আপনার সন্তান তার পরিচয় সবার সাথে দিতে কোনো রকম ইতস্তত বোধ করবেন না। সে হাসি খুশি ভাবে তার নাম বা তার পরিচয় গুলো সবার সাথে করাবে। তাছাড়া বড়রা যখন তার বাম সম্পর্কে জানতে চাইবে, তখন যদি সে তার নাম সম্পর্কে বলে, তাহলে তারা আপনার সন্তানের জন্য দোয়া জরবে, এবং আপনার সন্তান কে তারা অবহিত করবে যে, তার নামে এক জন পৃথিবী বিখ্যাত লোক রয়েছে। তাই এক জন বিখ্যাত ব্যক্তির নাম অনুযায়ী আপনার সন্তানের নাম রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অপর দিকে, আপনি যদি আপনার সন্তানের নাম এমন একজন ব্যাক্তির নাম অনুযায়ী রাখেন, তাহলে পর পবর্তীতে আপনার সন্তানের মানসিক অবস্থার সংশয় দেখা দিবে। তাই এই বিষয় গুলোর উপর বেশ ভালো ভাবে জোর দিবেন। আপনি যদি আপনার সন্তানের নাম এক জন পৃথিবী কুখ্যাত ব্যক্তির সাথে মিলিয়ে রাখেন, তাহলে তা খুবই দায়িত্ব শীল নয় এমন কাজ হয়ে থাকবে। এই রকম নাম আপনার সন্তান ব্যবহার করে চলতে পারবে না। সে যখন তার বন্ধুদের সাথে তার নাম বলতে যাবে, তখন তার বন্ধুরা তাকে নিয়ে অনেক হাসা হাসি করবে। তাছাড়া ও যখন বড়দের কাছে নিজের নাম বলবে, তখন তারা আপনার সন্তান কে অবহিত করবে যে এই নামের এক জন ব্যক্তি ছিল, যে তার খারাপ কাজের জন্য পৃথিবী কুখ্যাত। এতে করে আপনার সন্তানের মানসিক দিক গুলো প্রচুর ক্ষতি গ্রস্ত হবে এবং সে সময় একরা অনিশ্চিতয়তার মাঝে থাকবে।
সাথী নামের অর্থ হলো সহযোগী, মিত্র, বন্ধু ইত্যাদি জাতীয় শব্দ।
আরো পড়ুন: ছেলেদের ইসলামিক নামের অর্থ
এ ছাড়াও আরও কিছু অর্থ হলো আনন্দিত, সুখের। তার মানে সাথী নামটি যেমন বেশ সুন্দর, ঠিক তেমনি তার বাংলা অর্থ টাও বেশ সুন্দর। সাথী শব্দের আরো বেশ কিছু অর্থ রয়েছে যেমন সাথী মানে হলো অংশীদার। সাথী নামের আরো অর্থ গুলো সঙ্গী, সাহাবী, সহচ, অংশীদার ইত্যাদি। নামটির অর্থ এর দিকে যদি আপনি তাকান, তাহলে দেখতে পারবেন এর অর্থে সাহাবি শব্দটি রয়েছে। তাই অনেকেই এই নামটি খুবই পছন্দ করে থাকেন।
সাথী নামের মেয়েরা কেমন হয়
সাথী নামের মেয়েরা খুবই ভালো স্বভাবের হয়ে থাকে। তারা বেশি মিলে মিশে থাকতে সাহায্য করে। তবে তারা কিপ্টে স্বভাবের হয়। টাকা পয়সা বেশি খরচ করতে চায় না। সাথী নামের মেয়েরা পরিবার সামলাতে বেশ পারদর্শী।
সাথী নামের বিখ্যাত ব্যক্তি
সাথী নামের অর্থ কি - সাথী নামের মেয়েরা কেমন হয় বিষয়টি সাথী নামের কয়েক জন বিখ্যাত লোকের নাম সম্পর্কে জানবো। আপনার সন্তানের নাম রাখার আগে যে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন, তাহলো আপনাকে দেখে নিতে হবে এই নামে খ্যাত নাকি কোনো কুখ্যাত ব্যক্তি আছে কি না। যদি খ্যাত ব্যক্তি থাকে, তাহলে তো আপনি নামটি রাখতে পারেন। আসলে কুখ্যাত ব্যক্তি থাকলেই যে আপনার সন্তান ও এক জন কুখ্যাত ব্যক্তি হয়ে উঠবে বড় হয়ে, এমন ধারণা এর কোনো যুক্তি আসলে আপনি দিতে পারবেন না। তবে সাথী নামের কিখ্যাত কোনো ব্যক্তির নাম এখন আমাদের ডাটা বেজে নেই।
ইয়াসমিন বিলকিস সাথী হলেন এক জন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি ১৯৯৫ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন।
আরো পড়ুন: পাকিস্তানি মেয়ে শিশুর নামের তালিকা
আর ১৯৯৫ সালে তিনি মিস ওয়াল্ড প্রতিযোগিতায় ও অংশ গ্রহন করেছিলেন। তাছাড়া বীর সৈনিক নামক সিনেমায় অভিনয় এর জন্য তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ প্বার্শ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরুস্কার লাভ করেছিলেন।
এছাড়া উল্লৈখ যোগ্য সাথী নামের বিখ্যাত আর কোনো ব্যক্তির নাম গুগল ডাটা বেজে নেই। তবে আপনি যদি আপনার সন্তানের নাম সাথী রাখেন, তবে অবশ্যই আপনার সন্তান তার মেধা, পরিশ্রম দিয়ে অনেক দূর এগিয়ে যাবে এবং সেও হতে পারে সাথী নামের পরবর্তী বিখ্যাত ব্যক্তি।
সাথী নামের ইসলামিক অর্থ কি
এক জন মুসলমান হিসেবে নিজের সন্তানের যে নামটি রাখছেন, সেই নামটির ইসলামিক অর্থ আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তান এর জন্য সুন্দর ইসলামিক নাম গুলো রাখো। তাই আপনি যখন আপনার সন্তানের জন্য কোনো নাম রাখতে যাবেন, তাহলে প্রথমেই আপনাকে দেখতে হবে নামটি কোনো ইসলামিক নাম কি না। তাই এই ব্যাপার গুলোতে আপনাকে বেশ ভালো ভাবে খেয়াল রাখতে হবে।
আপনার মনে যদি প্রশ্ন থাকে যে সাথী নামটি কোনো ইসলামিক নাম কি না। তাহলে জেনে নিন যে, সাথী নামটি হলো একটি ইসলামিক নাম। আর সাথী নামের ইসলামিক অর্থ নেই। কারণ হলো সাথী নামের উৎপত্তি হয়েছে হিন্দি শব্দ থেকে। অর্থাৎ সাথী বাংলা ভাষার শব্দ নয়। এই সাথী শব্দটির অর্থ হলো সঙ্গী বা সহচর। তবে ইসলামিক নাম হিসেবে এটি অনেক মুসলিম দেশেই ব্যবহার হয়ে আসছে।
আরো পড়ুন: তানিয়া নামের অর্থ দেখুন
বাংলাদেশ, ভারত, সৌদি আরব, কাতার, ইন্দোনেশিয়া ইত্যাদি সহ অনেক দেশে এই নামটির জনপ্রিয়তা রয়েছে। মুসলিম সাম্রাজ্যে এটি বেশ জনপ্রিয় একটি নাম। তাই আপনি চাইলে আপনার সন্তানের জন্য এই নামটি রাখতে পারেন।
সাথী কোন লিঙ্গের নাম
সাথী স্ত্রী লিঙ্গের নাম এবং এটি শুধু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাই আপনার যদি কোনো কন্যা সন্তান হয় বা হয়েছে। তাহলে তার নামটি আপনি সাথী রাখতে পারেন। অনেক সুন্দর এবং আধুনিক একটি নাম।
সাথী নামের সাথে মিল আছে এমন কিছু নাম
- সুমাইয়া সাথী
- উম্মে সাথী
- সাথী জান্নাত
- আফসানা সাথী
- সাথী নূর
- সাথী মনি
- সাথী সুহানি
- সাথী জাহান
- সাথী সাদিয়া
- সাথী ইবনাত
- সাথী হাসান
- সাথী খাতুন
- সাথী আক্তার
- সাথী চৌধুরী
- সাথী সুলতানা
- সাথী পারভীন
- সাথী ইসলাম
- সায়মা সাথী
- সাথী রহমান
- সাথী ফিরদাউস
- সাথী আক্তার ইতি
- সাথী আক্তার রুমানা
- সাথী ইসলাম সুসাথী
- সাথী ইসলাম নদী
- সাথী জেরিন নিশি
- সাথী ইসলাম মিম
- সাথী আফরিন সাথী
- সাথী আফরিন খান
- সাথী আফরিন কনা
- সাথী আক্তার সুইটি
- সাথী বিনতে তাহীয়া
- সাথী তাবাসসুম মিম
- সাথী বিনতে তাবাসসুম
- লিয়ানা আফরিন সাথী
- সাথী আফরিন চৌধুরী
- সিনথীয়া ইসলাম সাথী
সাথী নামের আরবি অর্থ কি
সাথী নামটির উৎপত্তি হয়েছে হিন্দি থেকে। তাই এটি কোনো আরবি অর্থ দেয় না। সাথী নামের অর্থ হলো সঙ্গী, সহচর, সহযোগী, বন্ধু ইত্যাদি।
সাথী নামের ইংরেজি সঠিক বানান
অনেকেই সাথী নামের ইংরেজি সঠিক বানান লিখতে পারেন না। কারন অনেকেই কনফিউশানে থাকে কিভাবে লিখবো। অনেকেই অনেক ভাবে লেখে থাকে।তাই সাথী নামের অর্থ কি - সাথী নামের মেয়েরা কেমন হয় বিষয়টি তে আপনাদের জানিয়ে দিবো সাথী নাম ইংরেজিতে কিভাবে সঠিক ভাবে বানান করে লিখবেন। সাথী নামের ইংরেজি সঠিক বানান হলো Sathi।
সাথী নামের সাথে মিল কিছু ছেলেদের নাম
সাথী নামের সাথে মিল রয়েছে এমন কিছু ছেলেদের নামের তালিকা নিম্নে দেওয়া হলো।
- সৌম্য
- সমৃদ্ধ
- সৃজন
- সায়ন
- স্পন্দন
- সাম্য
- সংকল্প
- সুদীপ্ত
- সৌগত
- সন্দীপন
- সৃজিত
- সায়ন্তন
- সত্যজিৎ
- সাগর
- সৌভিক
- সুমন
- সাগ্নিক
- সমর্পন
- সন্মিত্র
- সাত্তিক
- সত্যব্রত
- সায়ন্তন
- সুদীপ
- সৌমিত্র
- সাদাশিব
- সাব্যসাচী
- সুদেব
- সূর্য
- সমরেশ
- সুশান্ত
- সমুদ্র
- সুজন
সাথী নামের বৈশিষ্ট্য
সাথী নামের অর্থ কি - সাথী নামের মেয়েরা কেমন হয় এ বিষয়ে জেনেছি। সাথী নামের বৈশিষ্ট্য গুলো নিম্নে তুলে ধরা হলো:
- নাম- সাথী
- উৎস- হিন্দি
- ইংরেজি বানান- Sathi
- অর্থ- বন্ধু, সহচর, সঙ্গী
- লিঙ্গ- মেয়ে বা নারী
- উচ্চারণ - সহজ ও শ্রুতি মধুর
- আধুনিক নাম- হ্যাঁ
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেলটি লেখা হয়েছে সাথী নামের অর্থ কি - সাথী নামের মেয়েরা কেমন হয় বিষয়টি কে ঘিরে। আশা করি বিষয়টি সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। আপনার মতামত আপমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পাশাপাশি আপনার বন্ধুদের কাছে এটি শেয়ার করবেন। ধন্যবাদ। 32353
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url