জামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ

বাত ব্যাথা বিশেষজ্ঞ ডাক্তার সম্পর্কে জানুনজামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সম্পর্কে আমরা অনেকেই জানি না। অথচ এই না জানার কারনে, আমরা যখন অসুস্থতার মাঝে পড়ি, তখন ভালো এক জন বিশেষজ্ঞ এর কাছে পৌঁছাতে পারি না। এখানে সেখানে দৌড়া দৌড়ি করেই আমরা আমাদের শরীরের অবস্থা খারাপ করে দেই।

ফিজিওথেরাপি -কি
আপনি যদি জামালপুর জেলার হয়ে থাকেন এবং আপনার জামালপুর জেলার কোনো বিশেষজ্ঞ সম্পর্কে জানা না থাকে, আমি আপনাদের কে জানাবো জামালপুর জেলায় কত জন বিশেষজ্ঞ রয়েছেন। আপনার যদি এই বিশেষজ্ঞদের নাম, ঠিকানা সকল কিছু জানা থাকে তাহলে আপনার অসুস্থ হওয়ার সময় সহজেই তার সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন। তাহলে চলুন জেনে নিই, জামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ কে কে রয়েছেন তাদের সম্পর্কে।

পেজ সূচিপত্র : জামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ

জামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ

জামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সম্পর্কে আমরা অনেকেই জানি না। কে কে রয়েছেন তাদের পরিচয় গুলো আমরা জানবো। কারণ আমাদের যে কোন সময় বিপদ আসতে পারে। তাই আগে থেকে যদি কিছু ডাক্তার এর নাম, ঠিকানা সম্পর্কে আমরা জেনে রাখি, তাহলে পরবর্তীতে আর দৌড়া দৌড়ি করতে হবে না। আমরা খুব সহজেই, সেই ডাক্তার এর সাথে যোগাযোগ করতে পারবো। তাই আমাদের উচিত হবে কিছু ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ দের পরিচয় জেনে নেওয়া।

যারা জামালপুর জেলা এর লোকাল রয়েছে, তাদের অবশ্যই এই বিষয়ে বেশ ভালো করে জেনে নেওয়া উচিত। কারণ তারা যদি কোনো সমস্যায় পড়ে, তখন তাদের ভালো একটা ডাক্তার খোঁজতে খোঁজতে রোগী এর দশা বেহাল হয়ে যাবে।
ফিজিওথেরাপিস্ট- দক্ষতা - অর্জনে - করণীয়
মানে রোগী আরোও খারাপ হতে থাকবে। বিভিন্ন ডাক্তার এর কাছে দৌড়া দৌড়ি করার কারনে এমনটি হবে। তখন রোগী এর শারীরিক অবস্থা ক্রমে খারাপ এর দিকে যেতে থাকবে। তাই এই বিষয়ে আমাদের আগে থেকেই জেনে নেওয়া উচিত।

কারন যখনই আমরা সমস্যায় পড়বো, ঠিক তখনই ভালো এক জন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এর সম্পর্কে জানা থাকায়, তার কাছে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে পারবেন। তাছাড়া আশে পাশে আপনার যদি কোনো প্রতিবেশী এরও এই সমস্যা হয় থাকে, তাহলে তাকে আপনি সেই ডাক্তার এর কাছে যাওয়ার উপদেশ দিতে পারেন।
আরো হলো আপনি যদি দেখেন কখনো আপনার কোনো আত্মীয় এর মধ্যে কেউ হঠাৎ করেই সমস্যায় পড়ে গেলো, তখন কিন্তু আপনি তাকেও সাজেস্ট করতে পারেন।

জামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ কে কে রয়েছেন তাদের নাম সহ কয়েক জন এর তালিকা দেওয়া হলো।

১. ডা মইনুল আবেদীন শিমুল
  • যোগ্যতা : এম বি বি এস।
  • বিশেষজ্ঞ : ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ।
  • ঠিকানা : জামালপুর সদর, জামালপুর, বাংলাদেশ।
  • অ্যাপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন : +8801711031005
আমরা আন্তরিক ভাবে দুংখিত যে, জামালপুর জেলার আর কোনো ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এর নাম উল্লেখ করতে পারছি না। এর কারন হলো জামালপুর এর ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এর নাম গুগল ডেটা বেজে নেই। তবে এই সুবিধা নিতে আপনি আপনার পাশের শহর ময়মনসিংহে যোগাযোগ করতে পারেন। সেখানে অনেক বিশেষজ্ঞ রয়েছেন, আর আপনি তাদের ভালো ট্রিটমেন্ট পেতে পারবেন।

জামালপুর জেলার মেডিসিন বিশেষজ্ঞ

জামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সম্পর্কে এক জন কে আমরা পেয়েছি। এখন আমরা আরো কিছু মেডিসিন বিশেষজ্ঞদের নাম জেনে নিবো। জামালপুরে অনেক মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন। আর আপনাদের সুবিধার জন্য জামালপুর এর মেডিসিন বিশেষজ্ঞ দের তালিকা নিম্নে দেওয়া হলো।

১. ডা মো ফজলুল করীম
  • যোগ্যতা : এম বি বি এস, এম ডি (কার্ডিওলজি), এম সি পি এস (মেডিসিন), শিশুদের কালার ডপলার ইকো কাডিওতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত।
  • কর্মরত : সহকারী অধ্যাপক, কার্ডিওজি বিভাগ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর।
  • চেম্বার : জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, জামালপুুর।
  • ঠিকানা : আমলা পাড়া (জিলা স্কুল সংলগ্ন), জামালপুর সদর উপজেলা, জামালপুর।
  • ইমেইল ঠিকানা: jchlbd@gmail.com
  • রোগী দেখার সময় : প্রতিদিন বিকাল ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত।
  • সিরিয়ালের জন্য কল করুন : 01733305600, 01733305790
২. ডা হাফিজিয়া হিমা
  • যোগ্যতা : এম বি বি এস, বি সি এস(স্বাস্থ্য), এম ডি (ইন্টারনাল মেডিসিন), এম সি পি এস(মেডিসিন), সি সি ডি(বারডেম), ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • কর্মরত : কন্সাল্টেন্ট, ইন্টারনাল মেডিসিন, এম এ রশীদ হাসপাতাল।
  • বিশেষজ্ঞ : ইন্টারনাল মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ।
  • চেম্বার : মেডিসিন এন্ড এলাইড সেন্টার।
  • রোগী দেখার সময় : প্রতি মঙ্গলবার, বিকেল ২:৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
  • সিরিয়ালের জন্য কল করুন : 01608100008
৩. ডা মো আনোয়ারুল ইসলাম
  • যোগ্যতা : এম বি বি এস, বি সি এস (স্বাস্থ্য), এম সি পি এস(মেডিসিন), এফ সি পি এস(মেডিসিন), এম এ সি পি(আমেরিকা)।
  • কর্মরত : কন্সাল্টেন্ট, মেডিসিন বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • বিশেষজ্ঞ : মেডিসিন বিশেষজ্ঞ।
  • চেম্বার : আল খিদমাহ হাসপাতাল।
  • রোগী দেখার সময় : প্রতি রবি, সোম ও বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
  • সিরিয়ালের জন্য কল করুন : 01731612503
৪. ডা আবরার আল সাকীব
  • যোগ্যতা : এম বি বি এস, বি সি এস (স্বাস্থ্য), এম ডি (মেডিসিন)।
  • কর্মরত : ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • বিশেষজ্ঞ : মেডিসিন বিশেষজ্ঞ।
  • চেম্বার : পিওর ল্যাব এন্ড হসপিটাল।
  • ঠিকানা : শখের ভিটা, জামালপুর।
  • রোগী দেখার সময় : প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
  • সিরিয়ালের জন্য কল করুন : 01708445050
৫. অধ্যাপক ডা কর্নেল মো মুজিবর রহমান
  • যোগ্যতা : এম বি বি এস, এফ সি পি এস(মেডিসিন), এফ আর সি পি(গ্লাসগো), এফ এ সি পি(ইউ এস ও), ফলো ইন নিউরো ফিজিওলজি(তুর্কি)।
  • কর্মরত ছিলেন : সাবেক অধ্যাপক, আর্মড ফোর্স মেডিকেল কলেজ, ঢাকা। সাবেক বিভাগীয় প্রধান, নিউরোলজি সেন্টার, সি এম এইচ, ঢাকা, স্পেশালিস্ট ইন মেডিসিন এন্ড নিউরো মেডিসিন।
  • কর্মরত আছেন : সিনিয়র কনসালটেন্ট, মেডিসিন এন্ড নিউরো মেডিসিন বিভাগ, এম এ রশীদ হাসপাতাল।
  • বিশেষজ্ঞ : মেডিসিন বিশেষজ্ঞ ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ।
  • চেম্বার : নিউরো কেয়ার সেন্টার।
  • রোগী দেখার সময় : প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
  • সিরিয়ালের জন্য কল করুন : 01608100008
৬. ডা মুহাম্মদ মুহসিন
সহকারী অধ্যাপক (মেডিসিন বিভাগ), ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।
  • চেম্বার : দি সাউথ ভিউ হাসপাতাল।
  • ঠিকানা : টাঙ্গাইল বাস ট্যান্ড এর সাথে।
৭. ডা খোরশেদ আলম
  • চেম্বার : বুলবুল জেনারেল হাসপাতাল।
৮. ডা শামসুল আলম
  • চেম্বার : নকিব উদ্দিন হাসপাতাল, জামালপুর।
৯. ডা জাহিদুল ইসলাম
  • চেম্বার : শাহ জামাল হাসপাতাল।
১০. সহকারী অধ্যাপক, ডা মুশাহিদুল ইসলাম
  • চেম্বার : জিয়া হেলথ কমপ্লেক লি.
  • রোগী দেখার সময় : শনি থেকে বৃহস্পতিবার।
  • সিরিয়ালের জন্য কল করুন : 01711649332

ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন কি

জামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সম্পর্কে জেনেছেন। মেডিসিন বা চিকিৎসার মতো বিজ্ঞানের অন্যান্য শাখা গুলোর মতোই চলছে অনেক পরিবর্তন। আর এই জন্যই চিকিৎসা বিজ্ঞানে প্রতিনিয়ত জন্ম হচ্ছে ও অসংখ্য শাখার। এই নতুন নতুন বিভাগ হওয়ার ফলে আবার কর্মদক্ষতাও বৃদ্ধি পাচ্ছে। আগে অনেক রোগ ছিল না, কিন্তু বর্তমানে এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। এর কারণ হলো আগের মানুষ গুলো অনেক পরিশ্রম করত, কিন্তু এখন কার মানুষ গুলো অলস জীবন যাপন করতে বেশী আরাম ফিল করে। আর তাই তো তাদের মধ্যে নানা রকম নতুন নতুন রোগরা বাসা বাধছে। বর্তমানে ডায়াবেটিস, ব্লাড প্রেশার আমাদের কাছে খুবই পরিচিত রোগ।

ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন নতুন একটা শাখা হলে বাংলাদেশে এটি ২০ বছর ধরে চালু আছে এবং আমেরিকায় এটি চালু হয়েছিল ১৯৩৫ সালে। ফ্রাংক ক্রুসেন নামের এক জন ব্যাক্তি ফ্রিজিয়াট্রি নামের একটি শাখা চালু করেন। আর এটি ফিজিক্যাল মেডিসিন এর অপর আরেকটি নাম।
হাওয়ার্ড রাস্ক রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন এর উপর বেশী গুরুত্ব দিয়ে এই শাখাকে রিহ্যাবিলিটেশন মেডিসিন নাম করণ করেন। পরবর্তীতে ৫০ দশকের কাছাকাছি এই দুটোর সমন্বয়ে তৈরি হলো ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এর৷ এটি বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। তবে অধিকাংশ দেশে এটি ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন নামে পরিচিত।

ফিজিওথেরাপি কি

জামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সম্পর্কে কিছুটা অবগত হয়েছেন। ফিজিও থেরাপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে শারীরিক যন্ত্রণা কারী যে সকল ব্যাধি রয়েছে ও বিভিন্ন অসুস্থতার চিকিৎসা করা হয়। ফিজিও থেরাপি চিকিৎসা পদ্ধতি হলো একটি নিরাপদ ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। শারীরিক অবস্থা কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, এটি বেশ কার্যকর।

ফিজিওথেরাপি কখন নিবেন

আগের দিন মানুষ সুনির্দিষ্ট চিকিৎসার অভাবে মারা যেতো। তারা তাদের অসুস্থতার কারনে অনেক কষ্ট পেতো, কিংবা সঠিক চিকিৎসা না পেয়ে তারা পঙ্গু হয়ে যেতো। যার ফলে তারা মানবেতর জীবন যাপন করতো। চিকিৎসা বিজ্ঞানের অন্যতম এক শাখা আবিষ্কারের ফলে মানুষ সেই পঙ্গুত্ব বা কষ্ট কে অনেকাংশেই জয় করেছে। কখন আপনি ফিজিওথেরাপির চিকিৎসা নিতে পারেন তার বিবৃতি দেওয়া হলো।

১. অর্থোপেডিক সমস্যা
ঘাড়, কোমর, মেরুদন্ডের ব্যথা, সায়াটিকার সমস্যা, কাঁধের ব্যাথা বা ফ্রোজেন সোল্ডার, টেনিস এলবো, গোড়ালির ব্যথা, অপারেশনের পরবর্তী সমস্যা সহ যে কোনো ধরণের মাস্কুলেটাল ব্যাথায় ফিজিওথেরাপি কার্যকর ভুমিলা পালন করে।

২. নিউরোলজিকাল সমস্যা
যে কোনো ধরণের নিউরোলজিকাল সমস্যায় রোগী কে পূর্বের কার্যক্ষম জীবনে ফিরিয়ে আনতে ফিজিও থেরাপির কোনো বিকল্প নেই। স্ট্রোক, মুখ বেকে যাওয়া, পারকিনসন্স, মটর নিউরন, ডিজিজ, জি বি এস, স্পাইনাল কড ইন্জুরি, মায়ালোপ্যাথি, নিউরলপ্যাথিতে ফিজিওথেরাপির কোনো বিকল্প চিকিৎসা নেই।

৩. পেডিয়াট্রিক সমস্যা
অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, জন্মগত বিকলাঙ্গতা, ক্লাব ফুট সহ যে কোনো প্রতিবন্ধকতায় ফিজিওথেরাপি প্রয়োজন, যেটি আপনার প্রিয় চিশুটি কে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন দিতে পারে।

৪. স্পোর্টস ফিজিওথেরাপি
এক জন অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্ট ব্যতীত যো কোনো ধরণের স্পোর্টস পরিচালনা করা সম্ভব না। সফট টিস্যু ইনজুরি সহ যে কোনো ধরণের স্পোর্টস ইনজুরিতে আপনি সরাসরি এক জন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর শরণা পন্ন হতে পারেন।

ফিজিওথেরাপিস্ট কত ধরনের

ফিজিওথেরাপি বিষয়ে যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং চিকিৎসা দিয়ে থাকেন, তারাই হলেন ফিজিওথেরাপিস্ট। কয়েক ধরণের ফিজিওথেরাপিস্ট এর তালিকা নিম্নে দেওয়া হলো।
  • কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট
  • ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট
  • অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট

ফিজিওথেরাপিস্টে দক্ষতা অর্জনে করণীয়

আপনি কিভাবে ফিজিওথেরাপিস্টে দক্ষতা অর্জন করতে পারবেন তা বলা হলো। ফিজিওথেরাপি মূলত হলো একটি ঔষধ বিহীন চিকিৎসা পদ্ধতি। রোগী কে যদি ঔষধ দিতে যান তাহলে ফার্মাকোলজি বিষয় নিয়ে আলাদা একটি কোর্স করতে হবে।
এক জন ভালো ফিজিওথেরাপিস্ট হতে চাইলে সরকারি, বেসরকারি কেন্দ্র গুলোর উদ্যোগে মেডিসিন, নিউরোলজি ইত্যাদি বিষয়ের উপর আয়োজিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নেওয়া জরুরী। আর এই বিষয় গুলো অবলম্বন করে আপনি অভিজ্ঞ হয়ে উঠবেন।

আপনি কখন ফিজিওথেরাপি নিবেন

অনেকেই জানেন না ফিজিও থেরাপির কখন নিতে হয় বা এই চিকিৎসা আপনি কখন করালে তা আপনার কন্য ভালো হবে। আপনার ফিজিওথেরাপি নেওয়ার উপযুক্ত সময় হলো যখন আপনার মধ্যে বাত ব্যথা, হাড় ক্ষয়জনিত রোগ, আথ্রাইট্রিস, মাংস পেশীর দুর্বলতা, প্যারালাইসিস, নার্ভ ইনজুরি, শারীরিক প্রতিবন্ধকতা, বিকলাঙ্গতা, সাধারণ ইনজুরি, স্পোর্টস ইনজুরি ইত্যাদি সমস্যা গুলো দেখা দিলে।

অর্থোপেডিক চিকিৎসক কি করে

একজন অর্থোপেডিক চিকিৎসক আপনার পেশী বহুল সিস্টেম এর সাথে সম্পর্কিত আঘাতজনিত চিকিৎসা দেন। তাছাড়া অবস্থার নির্ণয় চিকিৎসা করে থাকে। একজন অর্থোপেডিক চিকিৎসক হাড় ভাঙারও চিকিৎসা করেন।
আপনি - কখন - ফিজিওথেরাপি - নিবেন
এই চিকিৎসার মধ্যে অস্ত্র পাচারও অন্তর্ভুক্ত থাকতে পারে৷ এক জন অস্ত্রো পাচার করা সম্পর্কে যদি এক জন অর্থোপেডিক বিশেষজ্ঞ পারদর্শী হোন তাহলে এটি সে অবলম্বন হিসাবে সংরক্ষণ করে রাখে।

লেখকের শেষ মন্তব্য

প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেল লেখা হয়েছে জামালপুর জেলার ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ সম্পর্কে। আপনার মূল্যবান মতবাদ জানাবেন পাশাপাশি আপনার বন্ধুদের সাথে শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ। 32353

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url