৫ গাথুনিতে সিমেন্ট এর হিসাব

রডের দাম কি কমবে৫ গাথুনিতে সিমেন্ট এর হিসাব করতে আমাদের অনেকেরই অনেক ঝামেলা হয়। আবার অনেকে এই হিসাব গুলো ঠিক মতো করতে পারি না। আর তাই আজকে আমরা জেনে নিবো কিভাবে ৫ গাথুনির হিসাব করতে হয়।

কলাম-ঢালাইয়ের-হিসাব
কোনো দেয়াল বা অন্য কোনো কিছু যখন আমরা তৈরি করতে যাই। তখন আমাদের মধ্যে যদি হিসাব করার ভালো জ্ঞান থাকে, তাহলে আমরা আমাদের খরচ অনেক অংশে সেভ করতে পারবো। আর সে জন্য আজকে আমরা এই বিষয়টি নিয়ে সুস্পষ্ট ভাবে জেনে নিবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক ৫ গাথুনিতে সিমেন্ট এর হিসাব সম্পর্কে।

পেজ সূচিপত্র: ৫ গাথুনিতে সিমেন্ট এর হিসাব

৫ গাথুনিতে সিমেন্ট এর হিসাব

৫ গাথুনিতে সিমেন্ট এর হিসাব আমাদের আলোচ্য বিষয়। আমরা এই বিষয়ে ভালো ভাবে জানবো। কারণ আমরা যখন বাড়ি- ঘর বা কোনো অবকাঠামো নির্মাণ করতে যাবো তখন যদি আমাদের কাছে ক্লিয়ার একটা হিসাব না থাকে, তখন কিন্তু টাকা খরচ ঠিক করতে পারবো না। হয় দেখা যাবে সিমেন্ট এর পরিমাণ বেশি করে কিনে ফেলছি নয় তো বা দেখা যাবে যে সিমেন্ট এর পরিমাণ কেনা কম হয়ে গিয়েছে৷ তখন কিন্তু আমাদের একটা ঝামেলা এর মধ্যে পড়তে হবে।

তাই হিসাব- নিকাশ সমন্ধে ভালো একটা ধারণা থাকলে আমরা আমাদের প্রয়োজনীয় সব কিছু কিনে নিতে পারবো। সঠিক ভাবে হিসাব করতে পারলে দেখা যাবে, আমাদের কোনো জিনিস কম ও পড়ছে না, আবার কোনো জিনিস কাজ করার পর বেশিও হচ্ছে না। তাই অর্থ কে সেভ করার জন্য এই বিষয়টির উপর ভালো ভাবে জোর দেওয়া উচিত। যাতে অতিরিক্ত অর্থ অপচয় হয়ে না যায়। আপনি যদি ৫ গাথুনি ব্যবহার করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার কতটুকু ইট এর প্রয়োজন পড়বে, বালির প্রয়োজন পড়বে কিংবা সিমেন্ট এর প্রয়োজন পড়বে, সেই বিষয় গুলোই তুলে ধরা হবে।

আমরা আমাদের আশে পাশে নানা রকমের ইস্পাত এর ঘর বাড়ি দেখে থাকি। বর্তমানে এই গুলো অনেক গড়ে উঠছে। গ্রামের যে সকল প্রত্যন্ত অঞ্চল রয়েছে, যে সকল জায়গা গুলোতেও ব্যাপক হারে ইস্পাত এর বাড়ি ঘর তৈরি হচ্ছে। তবে এই সকল বাড়ি ঘরে লক্ষ্য করে দেখবেন, একেক বাড়ির দেয়ালের পূরত্ব একটু বেশি হয় আবার কোনো বাড়িরটা কমও হতে পারে। এর কারণ একেক জন ইটের দেয়ালে একেক রকম পূরত্ব এর ব্যবহার করে থাকে।

তবে স্ট্যান্ডার্ড হলো ৫ ইঞ্চি। ৫ ইঞ্চিই মূলত বেশির ভাগ লোকে ব্যবহার করে থাকে। তাছাড়া অনেকে ৩ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি পর্যন্তও ব্যবহার করে থাকে। তবে যার যে রকম প্রয়োজন, সে তেমন করে ব্যবহার করে থাকে। এ ক্ষেত্রে বড় যে ভবন গুলো রয়েছে, সে গুলো তে সাধারণত ১০ ইঞ্চি পূরত্ব এর ব্যবহার করে থাকে। আবার ভেতরে যারা পার্টিপেশন করে তারা ৫ ইঞ্চি গাথুনি দিয়ে থাকে।

৫ ইঞ্চি গাথুনি দেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিস পত্রের কিছু তালিকা তুলে ধরা হলো।

বাজারে বিভিন্ন পুরুত্বের ইট রয়েছে। একেক জন একেক পুরুত্বের ইট ব্যবহার করে থাকে। তবে স্ট্যান্ডার্ড হলো ৫ ইঞ্চি ইট গুলো। তাছাড়া ৩ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি পর্যন্ত গাঁথুনি দেওয়ার জন্য ইট পাওয়া যায়।
১০-গাথুনি
কারও যদি প্রয়োজন হয়, তাহলে সে তার প্রয়োজন অনুসারে যে কোনটি ব্যবহার করা যেতেই পারে। তবে সাধারণত বড় ভবন গুলোর জন্য ১০ ইঞ্চি এবং নিচে গাথুনি দেওয়ার জন্য মানে ভিতরে পার্টিশনের জন্য ৫ ইঞ্চি ব্যবহার করা হয়ে থাকে।

আমাদের হিসাব হলো ৫" ইঞ্চি নিয়ে। আপনি যদি একটা দেয়াল নির্মাণে কত গুলো ইটের প্রয়োজন, কয় বস্তা সিমেন্ট আর কত সি এফ টি বালুর প্রয়োজন হবে সেই হিসাব গুলো জানা থাকলে আপনি প্রয়োজনীয় খরচ জেনে নিতে পারবেন। এতে করে আপনার অতিরিক্ত খরচ বেঁচে যাবে। আর সে জন্য প্রস্তুতি এবং লাভ লোকসান এর হিসাব করে কাজে নামলে সুবিধা হয়। যারা নতুন খামারি রয়েছে এবং শেড নির্মাণ করা নিয়ে ভাবছেন, তাদের জন্য ৫" গাথুনির জন্য প্রয়োজনীয় সিমেন্ট এর একটা হিসাব তুলে ধরা হলো। বিষয়টি বুঝতে পারলে আপনার অনেক উপকারে আসবে।

আমরা যে দেয়ালে কাজ করবো তার দৈর্ঘ যদি ১০ ফুট এবং উচ্চতা যদি ১০ ফুট হয় তাহলে তার ক্ষেত্রফল হিসাব করলে পাবো মোট ১০০ বর্গ ফুট। আমরা দেয়ালটিতে ৫" গাথুনি দিবো তাই দেয়ালের পুরুত্ব হবে ৫ ইঞ্চি। এক্ষেত্রে হিসাব করে মোট আয়তন এসে দাড়াবে ৪১.৬৭ ঘন ফুট।
যেহুতো ৫ ইঞ্চি সময় ০.৪২ ফুট হয়। আমাদের দেশে সচরাচর ম্যাসনরি ব্রিক ওয়াল নির্মাণ করবো সিমেন্ট এবং বালু ব্যবহার করে। আর এর জন্য আমাদের সিমেন্ট এবং বালুর অনুপাত হবে ১:৪৷ মানে হচ্ছে আমরা ১ সিমেন্টের জন্য ৪ ভাগ বালু মিশাবো।

আমাদের আলোচ্য বিষয়টি সিমেন্ট নিয়ে হওয়ায় এখানে শুধু সিমেন্ট এর হিসাবটা দিচ্ছি। আমাদের মর্টারে যে হুতো সিমেন্ট ও বালুর অনুপাত ছিল ১:৪। আর তাই শুকনো মর্টারে সিমেন্ট এর আয়তন হবে ২. ৭৫ সি এফ টি। এটিই হলো প্রয়োজনীয় সিমেন্ট এর আয়তন। এখন আমাদের দরকার এই ক্ষেত্রে কত ব্যাগ সিমেন্ট লাগবে৷ এক ব্যাগে যে হুতো ১.৭৫ সিএফটি সিমেন্ট থাকে। তাই আমাদের প্রয়োজনীয় সিমেন্ট এর পরিমান হলো ২.২০ ব্যাগ।

প্লাস্টার করার জন্য কোন সিমেন্ট ব্যবহার ভালো

৫ গাথুনিতে সিমেন্ট এর হিসাব সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্লাস্টার করতে যদি ভালো একটা সিমেন্ট ব্যবহার করা হয়, তাহলে প্লাস্টার অনেক সুন্দর করে করা সম্ভব হয়। তাই আমাদের এই বিষয়ে ভালো ভাবে জেনে নেওয়া উচিত। যে কোন সিমেন্টটি সব চেয়ে বেশি ভালো হবে প্লাস্টার কাজে ব্যবহার করার জন্য। কারণ কিছু না জেনে যদি যে কোনো সিমেন্ট আমরা এই কাজের জন্য ব্যবহার করে থাকি, তাহলে প্লাস্টার তেমন একটা সুন্দর হবে না। তাছাড়া এটি তেমন ভালো টেক সইও হবে না।

সিমেন্ট এর গুণগত মান যাচাই এর জন্য এর গ্রেড বোঝাটা জরুরী। সিমেন্ট গ্রেড অনুযায়ী সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, কোনটা কোথায় ব্যবহার হবে। স্ট্রেংথ স্ট্রাকচার এর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে প্রতিটি গ্রেডের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। সঠিক সিমেন্ট গ্রেড কাঠামোর পর্যাপ্ত স্টেংথ এবং কর্মক্ষমতা এর গ্যারান্টি দেয়। কিন্তু কোন সিমেন্ট গ্রেড বেছে নিতে হবে তা কাঠামো এর গঠণ বৈশিষ্ট্য এর উপর নির্ভর করে থাকে।

বাজারে তিন ধরণের গ্রেড এর সিমেন্ট পাওয়া যায়৷ ৩৩ গ্রেড এর সিমেন্ট, ৪৩ গ্রেড এর সিমেন্ট এবং ৫৩ গ্রেড এর সিমেন্টও পাওয়া যায়। হাই স্ট্রেংথ স্ট্রাকচারাল কাজের জন্য ৫৩ গ্রেড এর সিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। আর সাধারণত নন স্ট্রাকচারাল কাজ এর জন্য ৩৩ এবং ৪৩ গ্রেড এর সিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে।

আমরা যেহুতো প্লাস্টার করবো তাই, বাজার থেকে OPC ৩৩ গ্রেড এর সিমেন্ট ব্যবহার করবো। এটি দিয়ে সহজেই কাজ করতে পারার কারণে, এটি প্লাস্টারিং এবং সাধারণ গাঁথুনি প্রকল্প এর ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখানে কোনো হাই স্ট্রেংথ এর প্রয়োজন পড়ে না। টাইল ইনস্টলেশন এবং ইট পাতা এবং ব্লক লেইং এর মতো অন্যান্য যে কাজ গুলো আছে, সেখানে এই ৩৩ গ্রেডের সিমেন্ট ব্যবহার করা হয়।

কলাম ঢালাইয়ের হিসাব

৫ গাথুনিতে সিমেন্ট এর হিসাব সম্পর্কে আমরা জেনেছি। আপনি কি ভাবে কলাম ঢালাইয়ের হিসাব করতে পারেন তার একটি বিবরণ দেওয়া হলো। ধরে নিন যে, আপনি আজ ১৫ টি কলাম ঢালাই করবেন। যার সাইজ হবে ২০" × ২৫", উচ্চতা হবে ৮' থেকে ৩" এবং উচ্চতা হবে ৫'। এর থেকেও যদি বেশি হয়ে থাকে, তাহলে দুই লিফটে ঢালাই করা উচিত।

কলাম ঢালাইয়ের ক্ষেত্রে প্রথমে আসে হলো কলাম ক্লিকার। গ্রীড লাইনের সুতার সাথে কলামের প্লেসমেন্ট ঠিক করে ক্লিকার ঢালাই করে দিবেন। কিকারের ঢালাই অবশ্য নিশ্চিদ্র এবং টাইট হতে হবে। পারলে কিকারের অংশের ভিতরে কলামে একটি রিং পড়িয়ে ঢালাই দিবেন। কিকারের সাইজ মূল সাইজ উভয় দিকে ৬ মিমি কম হবে।

পরের দিন কিকারের সাটার খুলে ফেলতে পারেন। তবে কিউরিংটার ব্যাপার খেয়াল রাখবেন। এক জন রড মিস্ত্রুি কে কলামের মেইন রড গুলো বাধতে নির্দেশ দিবেন। সাটার সেট করার আগে কিকারের ঢালাইয়ের আউট বরাবর চার পার্শ্বে ফোম লাগিয়ে নিবেন ডাকু গাম দিয়ে। সাটার লাগানোর আগে আপনি রড, রিং, ল্যাপিং ইত্যাদি গুলো চেক করে নিবেন। কলামের উলম্বতা চেক করার সময়, ব্লক ঝুলিয়ে উলম্বতা চেক করে নিবেন।

কলামের টানা ও ঠেলা গুলো মজবুত আছে কি না চেক করে নিবেন। ঢালাই দেওয়ার জন্য প্রস্তুতি নিবেন এবং হিসাব করে নিবেন। হিসাব অনুযায়ী ৪২৯.৪৪ সিএফটি হবে৷
আপনি ১:১:৫:৩ অনুপাতে এক লোড মসলা তৈরি করলে এর আয়তন হবে ৪.৪৫৮৫ সিএফটি। তাহলে আপনার লোড দরকার ৪২৯.৪৪/ ৪.৪৫৮৫ সমান আসবে প্রায় ৯৪ লোড।

মিক্সার মেশিন চালনাকারী কে এই হিসাব দিবেন। ঢালাই টানার লেবারের গতির সাথে সম্পর্ক রেখে ঢালাই তৈরি করতে হবে। ঢালার আগে কলামে পানি স্প্রে করে নিবেন। ঢালাই ঢালতে থাকবে আর পর্যায় ক্রমিক ডাইব্রেটর করতে থাকবে। আর এই ভাবে আরো কিছু কাজ করে এটি সম্পন্ন করে নিবেন।

১০ গাথুনির সিমেন্ট হিসাব

১০" গাঁথুনির জন্য প্রতি স্কয়ার বর্গ ফিটে ১০ টি করে ইটের প্রয়োজন পড়ে। ১:৫ অনুপাতে বালির সাথে সিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। আপনি আপনার সুবিধা মতো নিবেন। তবে অবশ্যই দেখানো ভাবে নিলে আপনার জন্য অনেক ভালো হবে।

ভালো সিমেন্ট এর তালিকা

বর্তমানে বাজারে বিক্রি হওয়া সিমেন্ট গুলোর তালিকা দেওয়া হলো। এই গুলোর গুণগত মান অনেক ভালো।
  • শাহ সিমেন্ট
  • বসুন্ধরা সিমেন্ট
  • প্রিমিয়ার সিমেন্ট
  • হোলসিম সিমেন্ট
  • সেভেন সার্কেল সিমেন্ট
  • ইউনিক সিমেন্ট
  • আনোয়ার সিমেন্ট
  • টাইগার সিমেন্ট

হেরিং বোন্ডে ইটের সোলিং

সোলিং কাজে ব্যবহৃত ইটের পৃষ্ঠদেশে এরিয়া হলো ২৫.৪ সেমি × ১২.৭ সেমি। তাই প্রতিটি ইটের ক্ষেত্রফল হলো ০.২৫৪ × ০.১২৭ বর্গ মিটার। এক বর্গ মিটার জায়গায় এক স্তর ফ্ল্যাট সোলিং এর কাজে প্রচলিত মাপের ইট লাগবে ৩১ টি। এক বর্গ মিটার জায়গায় এক স্তরে হেরিং বোন বন্ডের জন্য ইট লাগে ৫২ টি।

ছাদ ঢালাইয়ের হিসাব

মনে করুন আপনার কাছে ১৫০০ বর্গ ফিট এর একটি ছাদ আছে। এক্ষেত্রে আপনি যদি ঢালাই করতে যান, তাহলে সিমেন্ট লাগবে ১০৮ ব্যাগ। কারণ ১.২৫ ঘন ফি এর জন্য সিমেন্ট এর ব্যাগ লাগে ১ টি। এই হিসাবে আপনি ছাদ ঢালাই দিতে পারেন।

প্লাস্টারে সিমেন্ট বালি হিসাব

১০০ এসএফটি ৫" গাথুনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট বালি লাগে।
তাহলে এখানে ২ বস্তা সিমেন্ট এর জন্য ৫ বস্তা বালি লাগে। আবার ১০০ এসএফটি ১০" গাথুনির জন্য ১:২:৪ অনুপাতে সিমেন্ট লাগে ৪ব্যাগ।

বাড়ি নির্মাণে সিমেন্টের হিসাব

এসএফটি মানে দৈর্ঘ্য এবং প্রস্থের দিক দিয়ে কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। সিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই বিষয়ে ভালো করে জানা দরকার।
বাড়ি- নির্মাণে-সিমেন্ট
১ ঘন মিটার ইটের গাথুনিতে ওজন হয় ১৯২০ কেজি। ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার। ১০০ এসএফটি প্লাস্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে হলো ২ ব্যাগ।

লেখকের শেষ মন্তব্য

প্রিয় পাঠকগণ আজকের আর্টিকেলটি ছিল ৫ গাথুনিতে সিমেন্ট এর হিসাব এই সম্পর্কে। আপনার মন্তব্য জানিয়ে যাবেন পাশাপাশি আপনার বন্ধদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। 32353 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url